হুগলির উত্তরপাড়ায় বিয়ে বাড়িতে অভিনব দৃশ্য। কনে বাঙালি, আর পাত্র তামিল, তাঁদের বিয়ের আসরে অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন অতিথিরা। আসলে পাত্র শিবশঙ্কর নিজে একজন দাবাড়ু। তাঁদের বিয়েতে তাই ৬৪ খোপের ছোঁয়াও থাকল।
বিশ্ব দাবায় যে ভাবে ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দ নজির গড়েছেন তাঁকে শ্রদ্ধা জানাতেই বিয়েতে দাবা খেলার ব্যবস্থা রেখেছিলেন এই দম্পতি। আমন্ত্রিত অতিথিরা বসে খেললেন দাবা।
Duttapukur Blast : দত্তপুকুর বিস্ফোরণ-কাণ্ডে সাসপেন্ড নীলগঞ্জের ওসি, এফআইআরে আইএসএফ নেতার নাম
বিগত ৮ বছর ধরে পাত্র শিবশঙ্কর দাবাড়ুদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। পাত্রী পুজা হাওড়া বেলুড়ের বাসিন্দা। অবশেষে চার হাত এক হয়ে উত্তরপাড়া সাক্ষী থাকলো এক অভিনব বিয়ের আসরের।