ইএম বাইপাসের কাছে, অভিষিক্তা ক্রসিংয়ের ঠিক বিপরীতে একটি বড় আবাসন (Complex) । মহালয়ার (Mahalaya 2022) সকাল থেকেই সেখানে তুমুল ব্যস্ততা । হাতে রঙ, তুলি নিয়ে বেরিয়ে পড়েছেন আবাসনের বাসিন্দারা । আবাসনের ভিতরের রাস্তাটা যেন ক্যানভাস । যেখানে রং, তুলির আঁচড়ে শোভা পাচ্ছেন মা দুর্গা, গনেশ, কার্তিকের বাহনেরা । রং-তুলির শিল্পকলায় সেজে উঠছে আবাসনের রাস্তা (Complex Road Painted) ।
মহালয়ার সকালে এমনই ছবি দেখা গেল আরবান সবুজায়ন আবাসনে (Urban Sabujayan) । ঐক্য ও মেলবন্ধনের সংস্কৃতি দেখায় এই আবাসন । গত বছরের মহালয়ার মতো এবছরও সকাল থেকে রং-তুলির টানে সেজে উঠছে রাস্তা । তাঁদের আবাসনে সকলকে স্বাগত জানাতে এবারও এই বিশেষ উদ্যোগ নিয়েছেন আবাসনের বাসিন্দারা ।
আরও পড়ুন, Mamata Banerjee: চেতলায় প্রতিমার চক্ষুদান, মহালয়ায় ২৫০-এর বেশি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর
৫ থেকে ৭০, সবাই একত্রিত হয়ে কাজ করছেন । তিনদিন ধরে চলে এই শিল্পকলা । এইসময় আবাসনের প্রত্যেকে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন । সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । হই-হুল্লোড় করে একসঙ্গে কাটিয়ে দেন তাঁরা । তাঁদের সবুজায়নে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আবাসনের বাসিন্দারা ।