বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের করার অভিযোগে গ্রেফতার এক চিকিৎসক। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি গড়িয়াহাট এলাকায়।
পুলিশ জানিয়েছে, গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। তিনি পেশায় একজন রিসেপসেনিস্ট। গড়িয়াহাটের চিকিৎসকের বাড়িতেই বিগত চার বছর ধরে থাকতেন তিনি।
ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিগত চার বছর ধরে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই চিকিৎসক। কিন্তু জুন মাসে হঠাৎই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এনিয়ে অশান্তিও হয় দুজনের মধ্যে। অবশেষে ২৯ তারিখ গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এবং শনিবার সকালেই গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একদিকে যখন RG কর কাণ্ডের পর চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল হচ্ছে ঠিক তখনই মহিলাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার চিকিৎসক।