বিমানের জরুরি গেট খোলার চেষ্টা করলেন এক যাত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল হায়দরাবাদ থেকে কলকাতাগামী একটি ইন্ডিগোর বিমানে। নিয়ম না মানায় ওই যাত্রীকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
কোন বিমানে আতঙ্ক
জানা গিয়েছে, মঙ্গলবার 6E 6494 বিমানটি হায়দরাবাদ থেকে কলকাতায় আসে। অবতরণের পর ওই বিমানের মধ্যে থাকা এক যাত্রী জরুরি গেট খোলার চেষ্টা করেন। বিমান সেবিকারা তাঁকে নিষেধ করলেও ওই কাজ করতে থাকেন তিনি। এরপর তাঁকে জোর করে নিচে নামিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিশ। বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।