কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? জানা গিয়েছে, বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শিক্ষক দুর্নীতি নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ। তাঁর পা ফুলে গিয়েছে। তাঁর চিকিৎসার জন্য এসএসকেএমের চিকিৎসকদের একটি দল যায় সংশোধানাগারে। জেল সূত্রে খবর, গত কয়েকদিন বেশিরভাগ সময় পার্থ চট্টোপাধ্যায় জেলের হাসপাতালে ছিলেন।
ঠিক কী ঘটেছে প্রেসিডেন্সি জেলে? সূত্রের খবর, গ্রেফতার করে ইডি পার্থকে নিয়ে গিয়েছিলেন ভুবনেশ্বর এইমস হাসপাতালে। ভুবনেশ্বর এইমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়নি। ওঁর শ্বাস–প্রশ্বাসে সামান্য সমস্যা রয়েছে। আর কিডনিতে ক্রনিক কিছু সমস্যা রয়েছে। শরীরের ওজনও বেশি। তাঁর জন্য ওষুধও দেওয়া হয়েছিল। তারপর জেলেই কাটছিল পার্থের দিন। হঠাৎই তাঁকে জেলের হাসপাতালে রাখা হয়েছে।
প্রাক্তন মন্ত্রীকে দেখে জেলের চিকিৎসকদের প্রধান প্রণব ঘোষ প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেন, পার্থর সব চিকিৎসা জেলে সম্ভব নয়। তাঁরা জেল সুপারকে রিপোর্টও দেন। জেলে কীভাবে পার্থকে রাখতে হবে, কী কী বিষয়ে পর্যবেক্ষণে রাখতে হবে, তার গাইডলাইন দেবেন চিকিৎসকরা।
এর পরই পার্থকে দেখতে এসএসকেএমের চিকিৎসক দলকে প্রেসিডেন্সি জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পার্থর শারীরিক পরীক্ষা করানোর পর জেলে তাঁর চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা তৈরি করে দিতে পারে ওই দল।