গরুমারা অভয়ারণ্য়ে দাঁতালের তাণ্ডব। আর তার জেরে বন্ধ সাফারি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, যতদিন না পর্যন্ত ওই দাঁতাল হাতিটিকে বাগে আনা যাচ্ছে ততদিন পর্যন্ত অভয়ারণ্য় বন্ধ রাখা হতে পারে। পর্যটকরা গেলে বড়সড় বিপদের আশঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার ওই হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে এক মহিলার। এমনকি, রবিবারও একটি যাত্রীবাহি বাস এবং এক বাইক আরোহীকে তাড়া করে হাতিটি। কোনও ক্রমে রক্ষা পায় তারা। তারপরেই গরুমারা অভয়ারণ্যে সাফারি বন্ধ করে দেওয়া হয়।
যে সব জায়গায় হাতিটি যায় সেই সব জায়গার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বনদফতরের তরফে জানানো হয়েছে, হাতিটিকে সবসময় নজরে রাখা হচ্ছে। এদিকে সাফারি করতে গিয়ে ফিরে আসতে হয়েছে অনেক পর্যটককে। তার জেরে সোমবার সকালে অনেক পর্যটক অসন্তোষ প্রকাশ করেন।