শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় এক বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর দ্বিতীয় স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। নিহত বিজেপি নেতার নাম সাহারাম বর্মণ। অভিযুক্ত পলাশ রায় ইতিমধ্য়েই ফাঁসিদেওয়া থানায় আত্মসমপর্ণ করেছেন।
স্থানীয় সূত্রে খবর, ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানির নির্মলজোত এলাকার বাসিন্দা সাহারাম। শনিবার সকালে অভিযুক্ত পলাশ ওই এলাকায় এসে সাহারামের উপর চড়াও হয়েছিল। সাহারামকে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকা থেকে পালায় পলাশ। অভিযুক্ত পলাশ রায় ফাঁসিদেওয়ারই টাওয়াজোত এলাকার বাসিন্দা।
তবে পুলিশ জানিয়েছে, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বরং সাহারামের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পলাশের স্ত্রী ভারতী রায়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। নিহত সাহারাম স্থানীয় বিজেপি নেতা। চারটি বুথ ছিল তাঁর নজরদারিতে। সেইসঙ্গে একটি করাতকলও ছিল সাহারামের। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, স্ত্রী ভারতী বর্মণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল সাহারামের। এর পর ভারতীকে নিয়ে পালিয়ে আসেন সাহারাম। সাহারামের রাঙাপানি এলাকায় একটি বাড়ি রয়েছে। তা সত্ত্বেও করাতকল লাগোয়া আরও একটি বাড়ি তৈরি করেন তিনি। সেখানেই ভারতীকে নিয়ে থাকতেন তিনি। তবে এই ঘটনার পর থেকে সাহারামের উপর পলাশের আক্রোশ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। তার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।