বসিরহাটের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ কনস্টেবল। এই ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও অস্ত্র ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ধারাল অস্ত্র, দুটি বন্দুক এবং দু'রাউন্ড গুলি। ধৃত ৪১ জনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
সোমবার সন্ধ্যায় শাঁকচুড়ার বাজারের কাছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ, দুই গোষ্ঠীর লোকজন গালিগালাজ শুরু করে । তার থেকেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে হাতাহাতি লেগে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ ।
এরপর আচমকাই সেখানে গুলির আওয়াজ শোনা যায় । অভিযোগ, দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী । গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় ।