গার্ডেনরিচের ঘটনার পরেও নিস্তার নেই। শনিবার তারই ছায়া দেখা হল উত্তর ২৪ পরগনার বিরাটিতে। উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে একটি নির্মীয়মাণ বহুতলের ইট মাথায় পড়ে প্রাণ হারালেন এক মহিলা। মৃতের নাম সোমা শর্মা চৌধুরী। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল জানিয়েছেন, বাড়ি ভেঙে নয়, বাড়ি থেকে খসে পড়া ইট মাথায় পড়ে মারা গিয়েছেন ওই মহিলা।
রাতেই ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতারের দাবি জানান তিনি। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কাজ চলছে এই বহুতলের। স্থানীয় সূত্রে খবর, মাথায় ইট পড়ে গুরুতর জখম হওয়ার পর স্থানীয়েরাই মহিলাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
মৃতার স্বামী-সহ এলাকার মানুষের অভিযোগ বেআইনি ভাবেই নির্মাণ হচ্ছিল এই বহুতল। কাজ করছিলেন স্থানীয় এক প্রোমোটার। ঘটনার সময় বহুতলের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই মহিলা।