বৌবাজার, সল্টলেকের পর এবার ঝাড়গ্রাম। চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবকের বন্ধুকে। ঘটনাটি ঝাড়গ্রামের বেনাগেড়িয়া এলাকায়। মৃতের নাম সৌরভ সাউ এবং আহতের নাম অক্ষয় মাহাত। স্থানীয় এলাকাতেই তাঁদের বাড়ি।
জানা গিয়েছে, গত ২২ তারিখ ঝাড়গ্রামের জামবনি এলাকায় বেড়াতে গিয়েছিলেন সৌরভ ও অক্ষয়। তাঁরা একটি স্কুটি নিয়ে সেখানে গিয়েছিলেন। ফিরে আসার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁদের চোর অপবাদে মারধর শুরু করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনেই স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। ৯ দিন পর রবিবার মৃত্যু হয় সৌরভের।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলা দায়ের হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে বলে খবর।