বাগুইআটিকাণ্ডে (Baguiati Twin Murder) খুন হওয়া দুই পড়ুয়ার মধ্যে অভিষেক নস্করের (Abhishek Naskar) আজই ছিল জন্মদিন। তাঁর বাবার ইচ্ছে ছিল, জন্মদিনে বাড়ির সামনে আয়োজন করে ছেলের বন্ধুদের মাংসভাত খাওয়াবেন। কিন্তু তা আর হল না। জন্মদিনের একদিন আগেই খোঁজ মিলল মর্গে পড়ে থাকা নিথর দেহটার।
বাগুইআটির নিখোঁজ দুই ছাত্রকে খুনই করা হয়েছে, মঙ্গলবার দুপুরেই স্পষ্ট করে পুলিশ। বসিরহাটের মর্গে তাদের দেহ ১৩ দিন ধরে পড়েছিল, সে কথাও জানানো হয়। কিন্তু তার কয়েকঘণ্টার আগেই এক ছাত্রের পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে বার্তায় উল্লেখ করা হয়েছিল, দেহ পাওয়া যাবে বৃহস্পতিবার।
পুলিশ মনে করছে, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে দুই ছাত্রকে। মিনাখাঁ থেকে সেলফ সার্ভিসের গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল সত্যেন্দ্র। গাড়িতে পাঁচ জন ছিল। ছিল দড়িও। অনুমান যা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই দুই ছাত্রকে।
অপহরণের পর পরিবারকে এক বার ফোন এবং তিনবার হোয়াটসঅ্যাপ করা হয়েছিল। কখনও এক লক্ষ টাকা, কখনও এক কোটি টাকা মুক্তিপণও দাবি করা হয়। মঙ্গলবার দুই ছাত্রের দেহ শনাক্ত করার আগে দুপুর ৩টে ১২ মিনিটে একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করা হয় পরিবারকে। সেখানে মৃত ছাত্রদের পরিবারের উদ্দেশে বলা হয়েছে—
তাঁরা টাকা দিতে পারবেনা না, তাই আসতেও হবে না, বৃহস্পতিবার ছেলের মৃতদেহ পাওয়া যাবে, শুধু মেসেজ প্রেরককে কল বা মেসেজ করে জেনে নিতে হবে, দেহের সন্ধান পেতে কোন থানায় যেতে হবে। বুধবার অতনুর জীবনের শেষদিন, জানানো হয়েছিল মেসেজে।