Calcutta High Court on Abhishek Banerjee: দুবাই যেতে পারবেন অভিষেক, ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট

Updated : Jun 02, 2022 19:21
|
Editorji News Desk

চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আপত্তি খারিজ করে দিয়ে অভিষেকের দুবাই যাত্রায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। তাঁকে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেল, ফোন নম্বর, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে। এই সময়ের মধ্যে তাঁকে সমন পাঠানোর ক্ষেত্রে নিরস্ত থাকতে হবে। মানবিক কারণে অভিষেক এবং তাঁর স্ত্রীর চিকিৎসার কারণে দুবাই যাওয়ায় অনুমতি দিচ্ছে হাইকোর্ট।

প্রসঙ্গত, ইডির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মাঝেমধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় তাঁকে। ৩-১০ জুন দেশে থাকতে পারবেন না অভিষেক। কিন্তু তৃণমূল সাংসদের অভিযোগ, ইডি (ED) তাঁকে চিকিৎসার কাজে বাধা দিয়েছে। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিন কলকাতা হাইকোর্টে ইডির অফিসারদের নির্দেশের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য দেশে থাকতে পারবেন না, তা ইডিকে আগাম জানান তিনি। তৃণমূল সাংসদকে ওই নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে যেন জিজ্ঞাসাবাদের জন্য না ডাকা হয়। কিন্তু ইডি অভিষেককে জানিয়েছে, বিদেশে যাওয়া যাবে না। এরপরই হাইকোর্টে মামলা করেন তৃণমূল সাংসদ।

Calcutta High CourtAbhishek BanerjeeDubai

Recommended For You

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?