জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে সোমবার জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার থামিয়ে জেলা হাসপাতালে আহতদের দেখতে গেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। রবিবার মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে কার্যত বিধ্বস্ত জলপাইগুড়ি। ঘটনায় মৃতের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। মাত্র কয়েক মিনিটের ঝড় জলপাইগুড়ির বিভিন্ন এলাকাকে ক্ষতি করে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ঝড়বৃষ্টিতে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বীভৎস পরিস্থিতি। প্রাণ গিয়েছে বহু। জখমও হয়েছেন অনেকে। ভেঙেছে ঘরবাড়ি। উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। জেলা, ব্লক প্রশাসন, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়। দুর্গতদের উদ্ধারের কাজ শুরু করে।
এপ্রিল মাসের শুরুতেই জেলায় ভোট প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবারের এই ঘটনায় তিনি উদ্বিগ্ন। সেই কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পাশাপাশি যাবেন জেলা হাসপাতালেও।