কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও নোটিস পাঠাল ইডি। এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মেনকা। মঙ্গলবার দুপুর আড়াইটের সময় এই মামলার শুনানি হবে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় দ্বিতীয় বার নোটিস পাঠানো হয়েছে মেনকা গম্ভীরকে।
চলতি বছরের মার্চ মাসে কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সে সময়ই অভিষেকের শ্যালিকা মেনকাকেও তলব করা হয়। শুধু তাই নয়, সে সময় কয়লা কাণ্ডে মেনকার স্বামী অঙ্কুশ অরোরা এবং শ্বশুর পবন অরোরাকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
আরও পড়ুন- ED summons Abhishek Banerjee : কয়লা-কাণ্ডে ফের অভিষেককে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ
উল্লেখ্য, মঙ্গলবারই কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লির ইডি কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।