পঞ্চায়েত ভোটের আগে কার্যত ‘মাটির মানুষ’ হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন তৃণমূলের যুব নেতা তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার নেটপাড়ায় উত্তাপ বাড়ালেন ‘অন্য অভিষেক’। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো আলোচনার বিষয়। চোখে সানগ্লাস, পরনে টিশার্ট, পিঠে ব্যাকপ্যাক নিউইয়র্ক থেকে এমনই ছবি শেয়ার করেন তৃণমূলের যুবনেতা , যা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আসলে চোখের চিকিৎসার কারণে ভোট মিটতেই আমেরিকা উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী শুক্রবারই তাঁর চোখের অপারেশন হবে। তার আগে একটি ভিনদেশের শহর ঘুরে দেখছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে অভিষেক লেখেন , ‘’ব্রাইট সানি সানডে মর্নিং ইন নিউ ইয়র্ক”