বেলদায় নির্বাচনী প্রচারে গিয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক।
আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন জুন মালিয়া। যদিও বিজেপির তরফে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "৫ বছর কী পরিষেবা দিয়েছেন আপনারা দেখেছেন। দিলীপ ঘোষ প্রতিদিন সকালে ইকো পার্কে গিয়ে মর্নিং ওয়াক করেছেন। আপনারা দেখেছেন তো? মর্নিং ওয়াক যে করতে চায় তাঁকে সাংসদ করবেন নাকি যে মাঠে নেমে কাজ করতে চায় তাঁকে সাংসদ করবেন? তাই আমরা বলি, মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক।"