চিকিৎসা করাতে গিয়েছেন মার্কিন দেশে (America)। কিন্তু সেখানে গিয়ে মন পড়ে রয়েছে বাংলায়। তাই এই সময়েও তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) টুইটে খোঁচা কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED)। অভিযোগ, আদালতে প্রমাণ জমা দিতে ব্যর্থ ইডি। কিন্তু সেটা স্পষ্ট করার সাহস নেই।
রাজনৈতিক মহলের দাবি, বিদেশ থেকে টুইটে এভাবে ইডিকে খোঁচা দেওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা। একইসঙ্গে তাঁর বিদেশ সফর নিয়েও নানা ভাবে আটকানোর অভিযোগ উঠেছিল ইডির বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে নিজের টুইটে অভিষেক অভিযোগ, রাজ্যের বিরোধী দল বিজেপির ক্ষমতা নেই রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করার। তাই কেন্দ্রীয় এজেন্সিকে বারবার কাজে লাগানো হচ্ছে।
আরও পড়ুন : চোখে আঁটা রোদচশমা, গায়ে মফ টিশার্ট! নিউইয়র্কের রাস্তায় এ যেন অন্য অভিষেক
ওয়াকিবহাল মহলের মতে, এর আগেও বিভিন্ন সভামঞ্চ থেকে ইডি, সিবিআইকে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক। কিন্তু এবার বিদেশ থেকে এই টুইটে নতুন মাত্রা যোগ হল। কারণ, তাঁর বিদেশ যাত্রা নিয়ে যে জলঘোলা হয়েছিল, তার জবাব এই টুইটে দিতে চাইলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।