কেশপুরে জনসভা (Keshpur Meeting) করতে যাওয়ার পথে গ্রাম পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অভাব-অভিযোগ শুনলেন। এনিকেট গ্রাম পঞ্চায়েতের জিনশহর গ্রামের বাসিন্দাদের অভিযোগ ফোনে নোট করতেও দেখা যায় অভিষেককে।
গ্রামের বাসিন্দারা অধিকাংশ জমির পাট্টা সংক্রান্ত অভিযোগ জানান। তা শুনেই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। পাট্টার সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: 'আমিই প্রথম বলেছিলাম অমর্ত্য সেন নোবেলজয়ী নন', মন্তব্য দিলীপ ঘোষের
মন্ত্রী পার্থ ভৌমিক যদিও অভিষেককে ফোনে জানান, তাঁর অপারেশন হয়েছে। কটাদিন বিশ্রামে আছে। তবে অভিষেক পাল্টা জানান, তিনি জানেন যে তাঁর অপারেশন হয়েছে। তবে যা নিয়ম আছে, তা মেনে যেন দ্রুত পাট্টার ব্যবস্থা করা হয়।