পঞ্চায়েত ভোটের আগে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক। মঙ্গলবার এই বৈঠকে যোগ দিতে ডায়মন্ড হারবারে যাবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেমন চলছে কাজকর্ম, নাগরিকরা কেমন পরিষেবা পাচ্ছেন, এমনকি এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। যেসব কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি সেই কাজ দ্রুত শেষ করার নিয়েও সিদ্ধান্ত হতে পারে।
বিকেলে ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে ওই প্রশাসনিক বৈঠক করা হবে। উপস্থিত থাকবেন লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুরসভা এলাকার কাউন্সিলররা, দলীয় পদধিকারিক, বিভিন্ন দফতরের আধিকারিকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।