পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে ‘সংযোগ’ গড়ে তুলতে দু’মাসব্যাপী 'সংযোগ যাত্রা' করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রা শুরু হবে কোচবিহার থেকে। তবে যাত্রার প্রথম দু'দিন কোনও সরকারি বাসভবনে নয়, দলের তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে মাঠে তাঁবু খাটিয়ে থাকবেন অভিষেক।
আগামী দু’মাস ধরে বাংলার সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগের কথা শুনতে তাঁদের কাছে পৌঁছবেন অভিষেক। বুধবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, কোচবিহার থেকে শুরু হওয়া সংযোগ যাত্রা শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের এই কর্মসূচিকে সফল করতে কোচবিহারে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২৫, ২৬ এপ্রিল সাহেবগঞ্জ এবং তুফানগঞ্জের চিলাখানা এলাকায় তাঁবু খাটিয়ে দলীয় কর্মীদের সঙ্গে রাত্রিযাপন করার কথা রয়েছে অভিষেকের।