পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবারে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদীয়া থেকে তিনি প্রচার শুরু করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারেই তাঁর কোচবিহার পৌঁছনোর কথা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভালো ফল করলেও কোচবিহার থেকে আশানুরূপ ফল হয়নি। এমনকি, জলপাইগুড়ির কিছু এলাকাতেও মুখ থুবড়ে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তাই বিশেষজ্ঞ মহলের ধারণা, পঞ্চায়েত নির্বাচনে সেকারণে উত্তরবঙ্গে প্রচারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী। তবে আলিপুরদুয়ার এবং দিনাজপুরে সভা করার দায়িত্ব রয়েছে অভিষেকের উপরেই।
জানা গিয়েছে, নদীয়ার কৃষ্ণগঞ্জের সভা শেষ করে মুর্শিদাবাদে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সব জেলাকেই ছুঁয়ে এসেছেন তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মাধ্যমে জনসংযোগ সম্পন্ন করলেও ফের নতুনভাবে প্রচারে জোর দিতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
৩০ জুন অভিষেকের সভা রয়েছে বীরভূমে এবং সেদিনই তিনি সভা করবেন বারাবনিতে। পাশাপাশি জুলাই মাসের ১ তারিখ এবং ৩ তারিখ আলিপুরদুয়ার, দিনাজপুর এবং পুরুলিয়ায় সভা করবেন অভিষেক।