ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আতঙ্ক ছড়ালো নদিয়ায়। আপ শান্তিপুর লোকালের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি চারচাকা গাড়ি। পালপাড়া স্টেশনের কাছেই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। গাড়িতে যাত্রী থাকলেও তাঁরা ট্রেন আসতে দেখে ছুটে পালান। ঘটনার পরই ট্রেনে থাকা যাত্রীরাও নেমে পড়েন। কেউ কেউ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। তবে এই ঘটনায় ট্রেনে থাকা কিছু যাত্রী অল্পবিস্তর আহত হন বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, পালপাড়া-চাকদহ স্টেশনের মাঝে থাকা মনসাপোতার ওই লেভেল ক্রসিং দীর্ঘদিন ধরেই নিরাপত্তারক্ষীহীন অবস্থায় রয়েছে। রেল দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের। তার মাঝেই এই দুর্ঘটনার জেরে ফের আতঙ্ক ছড়ালো ওই এলাকায়।