এক বিধবা মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠাল সি আই ডি। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। আগামী শনিবার তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যে আরও একবার বিচারপতির স্বামীকে ডেকে পাঠিয়েছিল CID। ওই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত ১ ডিসেম্বর শীর্ষ আদালত জানায়, আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে পুলিশ। তারপরেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে। তিনি একটি মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ।