অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না আন্দোলনের পঞ্চম দিনে মঞ্চে গিয়ে পৌঁছলেন অভিনেতা সাংসদ দেব। সোমবার বিকেল ৩টে নাগাদ সেখানে পৌঁছন তিনি। সেসময় সেখানে বক্তব্য রাখছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বকেয়া টাকার দাবিতে চলতি মাসের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে ছিলেন না দেব। তারপর রাজভবন চলো-র মিছিলেও দেখা যায়নি তাঁকে। এরপর সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে পৌঁছে যান তিনি।