শেষ ২৪ ঘণ্টায় সংবাদ শিরোনামে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrested) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । শনিবার গ্রেফতারির পর পার্থকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে । অর্পিতা ইতিমধ্যেই আটক । তাঁর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ টাকার অঙ্ক ক্রমাগত বেড়েই চলেছে । এত টাকার উৎস কী ? সূত্রের খবর এই নিয়ে মুখ খোলেননি অর্পিতা । তাঁর দাবি, তিনি অভিনয় করেন । ওড়িশা সিনেমাতেও অভিনয় করেছেন । তবে, শুধু ওড়িশা নয়, বেশ কিছু বাংলা ধারাবাহিক এবং ছবিতে নাকি অভিনয়ও করেছেন তিনি । জানা গিয়েছে,একদা রামকৃষ্ণ খ্যাত সৌরভ সাহার (Actor Sourav Saha) সহঅভিনেত্রী ছিলেন অর্পিতা । সৌরভ আবার তৃণমূল 'ঘনিষ্ঠ'। সেক্ষেত্রে সহ-অভিনেত্রী অর্পিতার গ্রেফতারি প্রসঙ্গে কী বলছেন সৌরভ ?
সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে সৌরভ জানিয়েছেন, মানুষের কিসের এত লোভ, সত্যিই তিনি বুঝতে পারেন না । সৌরভ বলেন, “লোভে পাপ, পাপে মৃত্যু। আমাকে বুঝতে হবে আমার ক্ষমতা ততটুকুই যতটা আমাকে ঈশ্বর দিয়েছেন। আমি যদি লোভের রাস্তা নিই, চুরিচামারি করে, তেল দিয়ে অনেক বেশি উপার্জন করব । তা হলে এই অর্পিতার মতো অবস্থা হবে।” তবে, সৌরভের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্নীতির বিরুদ্ধে নিশ্চয়ই সরব হবেন ।
আরও পড়ুন, Arpita Mukherjee Arrested: গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়, সংবাদমাধ্যমকে জানালেন, তিনি কিছু করেননি
উল্লেখ্য, বেশ অনেক বছর আগে ‘ইটিভি’-তে ‘বামাক্ষ্যাপা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অর্পিতা। এই ধারাবাহিকে বামার চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ সাহা ।
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা। ৫৪ লক্ষ টাকার বেশি বিদেশি মুদ্রা। ৭৯ লক্ষ টাকার গয়না। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম! অর্পিতার বাড়িতে এই বিপুল পরিমাণ টাকা গুনতে স্টেট ব্যাঙ্ক থেকে ৭ টি টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়।