শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে বারবার প্রশ্ন উঠেছে । বুথে বুথে যখন অশান্তি, ভাঙচুর চলছে, ভোটকর্মীরা ভয়ে পালিয়ে যাচ্ছেন...সেইসময় দেখা মেলেনি বাহিনীর । আদালতের নির্দেশ মতো ভোটের দিন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীই এসে পৌঁছয়নি রাজ্যে । অর্ধেকের বেশি বুথে বাহিনী ছাড়াই ভোট হয়েছে । কিন্তু, সোমবার পুনর্নির্বাচনের ছবিটা আলাদা । ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন চলছে । আর প্রত্যেক বুথেই অন্তত ৪ জন করে জওয়ান মোতায়েন রয়েছে । বাহিনীর ঘেরাটোপেই চলছে পুনর্নির্বাচন ।
পঞ্চায়েত নির্বাচনের দিন অনেক কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছতে পারেনি। বোমাবাজি, গুলি, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একাধিক পঞ্চায়েত এলাকা। অনেক বুথে ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোথায় জলে, কোথাও ড্রেনে ফেলে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। এদিন এসব কেন্দ্রগুলিকেই পুনর্নির্বাচনের জন্য বেছে নিয়েছে কমিশন ।
আরও পড়ুন, Panchayat Women Voters: পঞ্চায়েতের পুনর্নির্বাচনে সকাল থেকে ভোটের লাইনে মহিলাদের ভিড়
এদিন, যে নির্দিষ্ট বুথগুলিতে ভোট চলছে, সেখানে মূলত মহিলা ভোটারদেরই ভিড় দেখা যাচ্ছে । পূর্ব বর্ধমান হোক বা দক্ষিণ ২৪ পরগনা...সব জায়গায় একই ছবি ।
উল্লেখ্য, সোমবার মুর্শিদাবাজে সবথেকে বেশি বুথে পুনর্নির্বাচন। এরপরই আছে মালদহ । দুই জেলায় বুথ সংখ্যা শতাধিক ।