জঙ্গলমহলের হবু চিকিৎসকদের জন্য সুখবর। ঝাড়গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল বুধবার। নতুন জেলা পেল তাদের প্রথম মেডিকেল কলেজ। এদিন থেকেই শুরু হয়ে গেল প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। প্রথম বছরে মোট একশোজন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে হবে বলেই খবর। এই ঘটনায় উচ্ছ্বসিত ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খুব দ্রুত ঝাড়গ্রাম জেলা হাসপাতাল উন্নীত হবে মেডিকেল কলেজে। ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতাল ক্যাম্পাস এবং ত্রিশ একর সরকারি জমির উপর গড়ে উঠেছে আরও একটি ক্যাম্পাস। ফলে জেলার প্রত্যন্ত এলাকা থেকে ডাক্তারি পড়তে আর কষ্ট করে কলকাতা বা মেদিনীপুর ছুটতে হবে না। নিজের জেলাতেই পড়াশোনা করার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরাও।
আরও পড়ুন- Sukanya Mondal: দিল্লিতে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু ইডির, সায়গলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা
বুধবার এই বিষয়ে গোপীবল্লভপুরের বিধায়ক চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাতো বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।" ঝাড়গ্রাম ছাড়াও আরও পাঁচ নতুন মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যেভাবে স্বাস্থ্য পরিষেবার উন্নতি করেছেন তার একটি নিদর্শন হিসেবে গড়ে উঠছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তৃণমূলের এই চিকিৎসক-বিধায়ক।