শনিবারের পর সোমবার। ভোটের লাইনে ফের মহিলাদের ভিড়। এদিন রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে, রাজ্যের বেশ কিছু বুথে সকাল থেকে পুনর্নির্বাচন চলছে। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা যাচ্ছে ভোটের লাইনে মহিলাদের সংখ্যাই বেশি। গত শনিবার পঞ্চায়েত ভোটের দিনেও মহিলারা অনেক বেশি করে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। এমনকী, মুর্শিবাদের মতো অশান্তি প্রবণ এলাকায় মহিলাদের ভোট ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে বাংলার নির্বাচনে এটা দেখা গিয়েছে, ভোটের লাইনে বেশি করে উৎসাহ মহিলাদের মধ্যেই। অনেকেই দাবি করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে মহিলা ভোটারদের ভোটদানে আগ্রহ অনেকটাই বেড়েছে। যার কোনও ব্যতিক্রম হয়নি এবারের পঞ্চায়েত ভোটে। হুগলির খানাকুলে গত শনিবার তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে দু জন ছিলেন মহিলা। তাঁরাও ভোট দিতেই গিয়েছিলেন।