RG Kar Case: ৫২ হয়ে গেল ৮০! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে প্রতিবাদ

Updated : Sep 04, 2024 18:28
|
Editorji News Desk

RG কর কাণ্ডের মধ্যেই উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান, অধ্যক্ষ এবং সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তার এবং PGT চিকিৎসকদের। তাঁদের অভিযোগ, শাসকদলের এক ছাত্রনেতা এবং তাঁর গোষ্ঠীর ছেলেরা থ্রেট কালচার চালাচ্ছে। এর প্রতিবাদেই বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ওই ছাত্রনেতার নাম শাহিন সরকার। 

ইতিমধ্যে শাহিন সরকারের নামে পোস্টার পড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, জুনিয়ার ডাক্তার এবং PGT পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে। যার জেরে ভীত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, অবিলম্বে শাহিন এবং তাঁর গোষ্ঠীর ছেলেদের কলেজে ঢোকা বন্ধ করতে হবে।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট সোহম মণ্ডলের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। হোয়াইটনার দিয়ে কম নম্বর মুছে বেশি নম্বর দেওয়ার অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা। 

অন্যদিকে RG কর কাণ্ডে খবরের শিরোনামে এসেছে চিকিৎসক অভীক দের নাম। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দাবি, অবিলম্বে অভীকের কলেজে ঢোকা নিষিদ্ধ করতে হবে। 

অন্যদিকে বুধবার সকাল থেকেও উত্তেজনা কাকদ্বীপে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে বর্ধমান হাসপাতালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। কিন্তু সেখানে পৌঁছতেই বিরূপাক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, RG কর কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। সেই কারণে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ওই চিকিৎসকের বদলি মেনে নেবেন না তাঁরা। 

north Bengal

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?