'আজ থেকে ২৫ বছর আগে জন্ম নেয় তৃণমূল'। রবিবার ১ জানুয়ারি তৃণমূলের(TMC Foundation Day) প্রতিষ্ঠা দিবসে এভাবেই স্মৃতিচারণ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। শুধু তাই নয়, দলের নেতা-কর্মীদের প্রতি তাঁর বার্তা, তৃণমূলের যাত্রাপথে অগ্রাধিকার হোক দেশ-মায়ের সম্মান ও বাংলা মায়ের স্বার্থ। দেশের সাধারণ মানুষের আবেগ তাঁদের কাছে হৃদস্পন্দনের সমান এবং বাংলার মানুষের ভালবাসা তৃণমূলেরMamata on TMC) কাছে প্রাণপ্রিয়। টুইটে এমনটাই জানান তৃণমূল নেত্রী। টুইট করেছেন দেলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(MP Abhishek Banerjee)।
তৃণমূল নেত্রী(Mamata Banerjee) টুইট বার্তায় দলের প্রবীণদের পাশাপাশি, নবীনদের উদ্দেশ্যেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি লিখেছেন, "আমাদের নতুন সদস্যদের আন্তরিক শুভকামনা, যাঁরা বিভিন্ন রাজ্য থেকে এই মহান পথচলার সঙ্গী হয়েছেন। আমাদের(TMC Foundation Day) প্রধান লক্ষ্য এই বৃহৎ গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করা। আমরা বরাবরের মতো সাধারণ মানুষের(TMC on Common People) সেবার জন্য সর্বদা উৎসর্গকৃত এবং তাঁদের সার্বিক মঙ্গলের জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"
অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও(Abhishek Banerjee) দলীয় কর্মীদের উদ্দেশ্যে টুইট করেন। তিনি সেখানে লেখেন, "মা-মাটি-মানুষের(Maa-Mati-Manush) প্রতি আস্থা রাখার জন্য বাংলা তথা সকল দেশবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ।" তৃণমূল নতুন বছরে সমস্ত আসুরিক শক্তির বিরুদ্ধে নবরুপে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ, সেকথাও জানান অভিষেক(Abhishek Banerjee)। পাশাপাশি, নতুন বছরে সমস্ত ক্লেদ-ঘৃণা-বিষাদ মানুষের জীবন থেকে দূর হয়ে যাক, কামনা করেন তৃণমূলের(TMC Foundation Day) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।