তোলা (Extortion allegation against TMC) না পেয়ে কারখানার এক আধিকারিককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনাস অস্বস্তিতে শাসক দল।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার চৌশাল এলাকায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, তৃণমূলের বেশ কয়েকজন কর্মী কিছুদিন ধরেই কারখানা থেকে তোলা দাবি করছিল। তোলা না দেওয়ায় দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার দুপুরে সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি গাড়িতে কারখানায় কাজে আসছিলেন আধিকারিক রামপদ কর্মকার। কারখানায় ঢোকার আগে জনা দশেক বাইক আরোহী গাড়ি আটকায়। রামপদ কর্মকারকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করে তারা। হামলাকারীদের চিনতে পারেননি আধিকারিক। এই ঘটনায় গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে কারখানা কর্তৃপক্ষ।
MAKAUT Recruitment: হাই কোর্টের নির্দেশে ম্যাকাউটের উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল
অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম গোপাল গরাই, ভোলানাথ মণ্ডল ও মহাদেব মণ্ডল। ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। রামপদ কর্মকারকে গঙ্গাজলঘাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে।
এই ঘটনায় অস্বস্তিতে শাসক দল। যদিও অভিযুক্তদের বক্তব্য, তাঁরা কাজ চাইতে গিয়েছিলেন। রামপদ কর্মকারকে মারধর করা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক কালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার বলেছেন, যদি সিন্ডিকেট করতে হয়, তোলাবাজি করতে হয়, তাহলে তৃণমূল করা যাবে না। একুশ জুলাইয়ের মঞ্চ থেকেও দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। তারপরও এই ধরনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দল।