আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই, বিশ্বভারতীর জমি বিতর্কে এবার আদালতের দ্বারস্থ হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। সম্প্রতি বিশ্বভারতীর তরফে অমর্ত্য বাবুকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে নোটিস পাঠানো হয়। জানানো হয় ১৫ দিনের মধ্যে খালি করতে হবে ১৩ ডেসিমাল ছবি। এবার বিশ্বভারতীর এই নোটিসের স্থগিতাদেশ চেয়েই আদালতে যান নোবেলজয়ী।
Kaliagunj Update: কালিয়াগঞ্জ কাণ্ডে কড়া পদক্ষেপ, সাতদিনের মধ্যে জেলাশাসক-পুলিশ সুপার-আইজিকে দিল্লি তলব
বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতে নোবেলজয়ীর আইনজীবীরা এই আবেদন জানান। আগামী ১৫ মে হবে এই মামলার শুনানি। এদিকে অমর্ত্য সেনকে উচ্ছেদের খবর চাউর হতেই বিভিন্ন মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও বিশ্বভারতীর বিরুদ্ধে সরব হয়ে বলেছিলেন , ‘‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙার চেষ্টা করে ওরা দেখুক। আমি গিয়ে ওখানে বসে পড়ব!’’