সকাল থেকে ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা, উত্তেজনার মধ্যে দিয়ে রাজ্যজুড়ে শুরু হল বহু প্রতীক্ষিত টেট (Tet Exam) । বেলা ১২ টা থেকে শুরু হয়েছে পরীক্ষা । আড়াইটে পর্যন্ত চলবে । পর্ষদ সূত্রে খবর, এবার পরীক্ষায় (WB tet 2022) বসেছেন মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন । তবে, পরীক্ষা শুরুর আগে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় । এমনকী, জায়গায় জায়গায় বিক্ষোভও দেখান টেট পরীক্ষার্থীরা ।
রবিবার টেট নিয়ে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল সকাল ১১টার পর কেউ পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না । কিন্তু, এদিন সকালে দেখা যায়, বহু পরিক্ষার্থী ১১টার পর পৌঁছেছেন পরীক্ষাকেন্দ্রে । যানজটের কারণে অনেকেই সমস্যায় পড়েন । ফলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরী হয় অনেকের । বন্ধ করে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রের গেট । কিন্তু, পরীক্ষায় বসার জন্য অনুরোধ করতে থাকেন তাঁরা। পরে পর্ষদের তরফে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়সীমা বাড়িয়ে ১১.৪৫ করে দেওয়া হয়। কলকাতা-সহ জেলায় এদিন একই ছবি দেখা গেল । ব্যাগ রাখা নিয়ে বিক্ষিপ্ত ঝামেলা হয় ।
আরও পড়ুন, UGC New Guidelines: স্নাতক হতে লাগবে ৪ বছর, নয়া শিক্ষানীতি কার্যকর করার পথে কেন্দ্র
বোলপুরে টেট পরীক্ষাকেন্দ্রের সামনে রবিবার সকালে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ,পরীক্ষার্থীদের ব্যাগ রাখার বন্দোবস্ত করেনি কর্তৃপক্ষ। তাঁরা বেশ কিছু ক্ষণ পরীক্ষাকেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তাঁদের ব্যাগ রাখার বন্দোবস্ত করে দেওয়া হয় । শুধু বোলপুর নয়, ধূপগুড়ি, কলকাতার একাধিক পরীক্ষাকেন্দ্রে একই সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা ।