ডিসেম্বর মাসে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । সূত্রের খবর, ১৭ ডিসেম্বর তাঁর কলকাতায় (Amit Shah to visit West Bengal) আসার সম্ভাবনা রয়েছে । সেইসময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করতে পারেন তিনি । সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করতে কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
সূত্রের খবর, নবান্নের পাশে থাকা সভাগৃহেই মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে । বৈঠকে থাকতে পারেন পূর্বাঞ্চলীয় রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও । উল্লেখ্য, ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু পরে তা স্থগিত হয়ে যায় । স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে রাজ্যে এলে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শাহের রাজ্য সফর নিয়ে এখনও রাজ্য প্রশাসনকে কিছুই জানানো হয়নি ।
আরও পড়ুন, Mamata-Abhishek meeting : নবান্নে মমতা-অভিষেক বৈঠক, সংসদে শীতকালীন অধিবেশনের রণকৌশল নিয়ে আলোচনা ?
অন্যদিকে, বিজেপির দাবি, অমিত শাহের ডিসেম্বরে রাজ্য সফর নিয়ে কোনও খবর তাঁদের কাছে নেই । সেক্ষেত্রে রাজ্যে অমিত শাহের আসার বিষয়টি এখনও চূড়ান্ত নয় বললেই চলে । আগেও নভেম্বর মাসে অমিত শাহের রাজ্য সফরে আসার কথা ছিল । সেইসময়ই মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু, শেষ মুহূর্তে তা ভেস্তে যায় ।