রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in West Bengal)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন তিনি। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। বিজেপি সূত্রে খবর, এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক।
এদিকে অমিত শাহের সফর নিয়ে সাজো সাজো রব হিঙ্গলগঞ্জ ও শিলিগুড়িতে। এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই বিশেষ হেলিকপ্টার করে তিনি হিঙ্গলগঞ্জের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। বৃহস্পতিবার শিলিগুড়িতে জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২ দিন ধরে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন বিজেপি কর্মীরা। কোচবিহারের মেখলিগঞ্জে তিনবিঘা করিডোর এর বিশেষ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএসএফ ও রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। যাতে তাঁর সফরে কোনও নিরাপত্তার ফাঁক না থাকে।
আরও পড়ুন: কলকাতায় দুর্গাপুজোর স্বীকৃতি অনুষ্ঠানে ব্রাত্য রাজ্য,অমিত শাহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক
শুক্রবারও কলকাতায় একাধিক কর্মসূচি হওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি শুক্রবার দুপুর ২টো নাগাদ রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুর্গা পুজোকে ইউনেসকোর স্বীকৃতি দেওয়া নিয়েও একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে উপস্থিত থাকবেন অমিত শাহ।
গত ১৬ এপ্রিল রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই সফর অনিবার্ষ কারণে বাতিল করা হয়। এরপর ৪ মে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু সেই সূচি বদলে বৃহস্পতিবার দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।