Amit Shah in Bengal: দু'দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ, বঙ্গ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Updated : Apr 08, 2022 17:46
|
Editorji News Desk

আবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। আগামী ১৬ এপ্রিল দু'দিনের রাজ্য সফরে আসছেন তিনি। ১৬ এপ্রিল রাতে দমদম বিমানবন্দরে অবতরণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। 

জানা গেছে, রাজ্যে এসে তিনবিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ১৭ এপ্রিল বিজেপির রাজ্য নেতৃত্বের(BJP West Bengal) সঙ্গে বৈঠকে বসার কথা শাহের। তিনি প্রথমে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। পরে 'হেভিওয়েট' রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শাহের। সব শেষে হবে কোর কমিটির বৈঠক। এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে একটি ট্রেন উদ্বোধনের কথা রয়েছে তাঁর। ১৭ এপ্রিল রাতে বা ১৮ এপ্রিল সকালেই আবার দিল্লি উড়ে যাবেন অমিত শাহ। 

আরও পড়ুন- Jhalda Murder Update: তপন কান্দু খুনে সিবিআই জেরার মুখে ঝালদা থানার আইসি, আজ ঝালদায় ডিআইজি সিবিআই

এর আগেই বাংলা নিয়ে রাজ্যসভায়(Rajya Sabha) বিস্ফোরক মন্তব্য করেন অমিত শাহ(Amit Shah)। তিনি বলেন, বাংলা সফরে গেলে খুন হয়ে যেতে পারেন। তাঁর এই মন্তব্যে রাজ্যসভায় বিতর্ক তৈরি হয়। অমিত শাহের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদরা (TMC MP)। এই বিষয়ে অমিত শাহকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, হতাশা থেকে এই ধরনের মন্তব্য করেছেন তিনি। বাংলার মানুষের প্রত্যাখ্যান ভুলতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী হয়, তিনি ভুলে গিয়েছেন। এই মন্তব্যের পরেই অমিতের রাজ্য সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে রাজ্যের রাজনৈতিক মহল। 

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাজ্যসভায় 'অপরাধী শনাক্তকরণ বিল, ২০২২' এর জবাবী ভাষণ রাখেন অমিত শাহ। সেই সময় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের(Sanjay Singh) প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, গুজরাতে(Gujarat) গিয়েছেন, ভাল হয়েছে বাংলায় যাননি। বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন। অমিত শাহের অভিযোগ, ২০১৯ লোকসভা পশ্চিমবঙ্গে তার রোড শো-এ গোলা পড়েছিল। একুশের বিধানসভা ভোটে প্রচারে বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডার(JP Nadda) গাড়িতেও হামলা হয়েছিল বলে দাবি শাহের। এরপরই চিৎকার করে প্রতিবাদ জানাতে শুরু করেন তৃণমূল সাংসদরা। 

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০১৯ লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যজুড়ে বিরাট কর্মসূচি রাখে বিজেপি। সেখানে পরপর সভা করেন অমিত শাহ(Amit Shah), নরেন্দ্র মোদী(Narendra Modi), জেপি নাড্ডারা(JP Nadda)। বিধানসভা নির্বাচনেও একইভাবে প্রচার চালায় বিজেপি। কিন্তু দু'বারই বাংলায় ভাল ফলের মুখ দেখেনি বিজেপি(BJP)। তারপর থেকে আর বাংলায় সেভাবে দেখা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রীকে। 

West BengalAmit ShahAmit Shah will meet with Bengal leadersWest Bengal BJP

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?