ভর সন্ধেতে রাজারহাটে দুষ্কৃতীরাজ। শুক্রবার সন্ধেতে নামাজ পড়তে যাচ্ছিলেন হারুনাল রশিদ। বাইকে করে এসে তাঁর গলার নলি কেটে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে শিখের বাগান এলাকায়। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে স্থানীয় থানার পুলিশ। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মৃতের পরিবারের দাবি , পুকুর বোজাতে বাধা দিয়েছিলেন হারুনাল বাবু, সেই রাগ থেকেই তাঁকে খুন করা হয়। স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন, প্রায় ১ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলা হয়।
মৃতের আত্মীয়ের আরও অভিযোগ, এই ঘটনার সাথে রাজনৈতিক যোগ রয়েছে। তবে কোন দলের যোগ রয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।