ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে সরাসরি পুলিশের বিরুদ্ধে আঙুল উঠেছিল। এবার তাঁর খুড়তুতো ভাই ও মামলার অন্যতম সাক্ষী সলমনের উপর প্রাণঘাতী হামলা। সাক্ষ্য লোপাট করতেই এই আক্রমণ, দাবি বিরোধীদের। খুনের চেষ্টা বলে অভিযোগ করেছেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও।
এদিন শিলিগুড়িতে মহম্মদ সেলিম বলেন, "আজ পর্যন্ত বিচার পেল না আনিস খান। সিটের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে।" তাঁর দাবি এই ঘটনার দায় নিতে হবে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাম নেতার দাবি, পরিকল্পনা করেই খুনের চেষ্টা করা হয়েছে সলমনকে। মাত্র কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলকে বীর বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিন মহম্মদ সেলিম শাসক দলকে কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী তো বীর বলে দিয়েছেন। সেই বীরেরাই এই কাজ করেছে।" পরিবারের পক্ষ থেকে বারবার নিরাপত্তা মেলেনি, তাও উল্লেখ করেছেন তিনি।
এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।" তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। তাই বোমা-বন্দুক বের করে সামাল দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। প্রশাসন, পার্টি হাতে নেই। নিজের পরিবারকে বাঁচাতে ব্যস্ত। এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে।"