ছাত্রনেতা আনিস খান (Anish Khan) খুনের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। আনিসের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছেন যাদবপুর-প্রেসিডেন্সি-কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। মঙ্গলবার দিনভরের আন্দোলন জারি রইল রাতেও। পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তিও।
মঙ্গলবার সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU Campus) চত্বর থেকে থানা পর্যন্ত মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাতভর পড়ুয়াদেরে প্রতিবাদ জারি রইল প্রেসিডেন্সি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। এছাড়া কিছুক্ষণের জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করা হয় এসএফআই-এর তরফে।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিতে মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর।
চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে, আনিস হত্যার প্রতিবাদে ফের পড়ুয়াদের মিছিল, উত্তেজনা কলেজ স্ট্রিটে
আনিসের মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার এএসআই (ASI) নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে। কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরাকে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। মঙ্গলবার সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়েছে।