Anish Khan death update : আনিস খানের মৃত্যুকে 'খুন' বলছে না রাজ্য, অসন্তুষ্ট পরিবার

Updated : Apr 25, 2022 15:23
|
Editorji News Desk

ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) মৃত্যু নিয়ে 'সিট' (SIT)-এর পেশ করা রিপোর্টে সন্তুষ্ট নয় আনিসের (Anish Khan family) পরিবার। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, "রাজ্য এটাকে ‘খুন’ বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে।"

গত ১৮ ফেব্রুয়ারি আমতায় ছাত্রনেতা আনিসের (Anish Khan death) দেহ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তার আগে আনিসের বাড়িতে এসেছিলেন কয়েক জন পুলিশকর্মী।

আরও পড়ুন: আনিস খানের মৃত্যুকে 'খুন' বলছে না রাজ্য, অসন্তুষ্ট পরিবার

গত সপ্তাহেই কলকাতা হাই কোর্টে আনিস হত্যাকাণ্ডের (Anish Khan) তদন্তের রিপোর্ট পেশ করে সিট। সেই রিপোর্ট নিয়েই অসন্তুষ্ট মামলাকারীরা অর্থাৎ মৃতের পরিবার। এ বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, “বলা হচ্ছে পড়ে গিয়ে আনিসের মৃত্যু হয়েছে। যেটা একেবারেই সত্য নয়। তদন্তের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কোনও তদন্তই হচ্ছে না। পলিগ্রাফির (Polygraphy test) মাধ্যমে প্রমাণের চেষ্টা চলছে যে, এটা হত্যা নয় আত্মহত্যা। কিন্তু এটা পরিকল্পিত খুন।” এরপরই মামলাকারীদের হয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য অন্য সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান।

তারপরই কী কারণে তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে, মামলাকারীদের এই সংক্রান্ত হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই আনিস খানের (Anish Khan) মৃত্যুর তদন্তের রিপোর্ট আদালতে পেশ করছে সিট (SIT)। ওই দিন তারা মুখবন্ধ খামে মোট ৮২ পাতার রিপোর্ট জমা দেয় আদালতে। সোমবার আনিস মামলার শুনানিতে সেই রিপোর্টের খামতি তুলে ধরলেন মামলাকারীদের আইনজীবী।

West Bengal governmentCalcutta High CourtAnis Khan

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?