আপাতত অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal CBI Custody) জেলমুক্তির কোনও সম্ভাবনা নেই। কারণ গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো আসানসোলের বিশেষ সিবিআই আদালত(Asansol Court)। এদিন অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে গিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদে(CBI Interrogation) অনুমতি দেয় আদালত। বিচারক রাজেশ চক্রবর্তীর জানান, সিবিআই চাইলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তবে তার জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা, এই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সিবিআই আদালতে(CBI Court) জানায়, এই মামলায় চার্জশিট দেওয়ার পর আরও ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চার্জশিটে সাক্ষী হিসাবে তাঁদেরও নাম রয়েছে বলেও খবর। ফের এই মামলার(Cow Smuggling Case) শুনানি হবে ১৯ জানুয়ারি।
গরুপাচার মামলায় আগে অনুব্রতকে(Anubrata MOdal Case Update) আদালতে পেশ করলে আদালত চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকদের দেখা পাওয়া যেত। কিন্তু বৃহস্পতিবার একেবারে অন্য ছবি ধরা পড়ল আদালত চত্বরে। তৃণমূল কর্মী-সমর্থকদের(TMC Workers) ভিড় ছাড়াই ফাঁকা আদালতে চত্বরে পুলিশ বেষ্টিত হয়ে প্রবেশ করেন অনুব্রত।