অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর হদিশ মিলেছে তার একাধিক সম্পত্তির। সেই সম্পত্তির অনেকটা অংশের মালিকানা ছিল কেষ্ট কন্যা সুকন্যার উপর। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এবার সেই হাজিরা এড়ালেন কেষ্ট কন্যা সুকন্যা।
গরু পাচার কাণ্ডে প্রথমবার তাকে দিল্লিতে ডাকা হলেও সেই হাজিরা এড়িয়ে সুকন্যা সময় চেয়ে নেবেন বলেই জানা যাচ্ছে। কেষ্ট কাণ্ডের তদন্তে নেমে ভোলেব্যোম রাইস মিল সহ, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড ও নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থার ও খোঁজ পায় সিবিআই। এরপরই ব্যাপারটায় হস্তক্ষেপ করে ইডি।
উল্লেখ্য, ১৮ অক্টোবর মেল মারফত তাঁর আয়-ব্যয়ের নথি সিবিআইকে পাঠালেও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির মুখোমুখি হননি সুকন্যা। কেষ্ট-কন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠায় সিবিআই। আয়-ব্যয় সংক্রান্ত হিসেব চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কিন্তু সিবিআই হাজিরা এড়িয়ে ইমেল মারফত হিসেব পাঠিয়ে দেন সুকন্যা। বান্ধবী মারণ রোগে আক্রান্ত, তার চিকিৎসায় বেশ কয়েকদিন নাকি রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। সূত্রের খবর, এই কারন দর্শিয়েই ইডি হাজিরা এড়িয়েছেন সুকন্যা।
ইডি সূত্রে খবর, সায়গল হোসেনের থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখতে সুকন্যাকে তলব করা হয়েছে। সিবিআই এর জমা দেওয়া চার্জশিটে হু হু করে গত কয়েক বছরে বেড়েছে সুকন্যার সম্পত্তির পরিমাণ। অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে। সম্পত্তির পরিমাণ বৃদ্ধির নিরিখে বাবা অনুব্রত মণ্ডলের থেকেও এগিয়ে রয়েছেন সুকন্যা৷