ফের স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে এসে অনুব্রত মন্ডল জানালেন তাঁর শরীর ভাল নেই। সোমবার আসানসোল জেল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে। চিকিৎসক শুভজিৎ দত্ত, সার্জন স্মরণ হেমব্রম, জয়ন্ত গঙ্গোপাধ্যায় এবং হাসপাতালের মেডিক্যাল অফিসার উত্তমকুমার রায়ের উপর অনুব্রতের চিকিৎসার দায়িত্ব বর্তেছে। সোমবার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা করা হবে বলে খবর। উল্লেখ্য, এই জেলা হাসপাতালেই ২০ নভেম্বর এই তৃণমূল নেতার স্বাস্থ্যপরীক্ষা হয়।
শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির হন জেলবন্দী অনুব্রত। সেখানেই তাঁকে ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেদিনই তিহাড় জেল থেকে ভার্চুয়ালি হাজির করানো হয় দেহরক্ষী সায়গলকে।
আরও পড়ুন- PSG Wins: শেষ মুহূর্তে মেসির বাঁ পায়ের ফ্রিকিকে জয় পিএসজির , লিওকে জড়িয়ে ধরলেন এমবাপে