গরু পাচার মামলায় দু সপ্তাহের ব্যবধানে জামিন হয়েছে বাবা-মেয়ের। এবার গ্রামের পুজোর দেখভাল করতে নানুরে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে ছায়াসঙ্গী মেয়ে সুকন্যা।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ২০২২-এর অগাস্টে গ্রেফতার করেছিল সিবিআই। ৭৭৫ দিন পর ২৩ সেপ্টেম্বর ওই মামলায় জামিন পেয়েছেন তৃণমূলের এক সময়ের দোর্দন্ডপ্রতাপ নেতা কেষ্ট। ওই একই মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যাও। বাবা-মেয়ে দুজনেই ছিলেন তিহাড়ে। দু'বছর আগে অনুব্রতর গ্রেফতারির পর ফিকে হয়ে গিয়েছিল তাঁর গ্রামের বাড়ির পুজোর মেজাজ। ৭৭৫ দিন পর জামিনও ঠিক পুজোর আগেই। তাতেই যেন প্রাণ ফিরেছে হাটসেরান্দী গ্রামের মণ্ডল বাড়ির পুজোয়।
শুক্রবার, সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি পৌঁছে গিয়েছেন অনুব্রত। সঙ্গে কড়া পুলিশি নিরাপত্তা। নানুরের হাটসেরান্দী গ্রামে শতাধিক প্রাচীন মণ্ডল বাড়ির পুজোয় এখন হইহই রব। ঘরের ছেলে ঘরে ফিরেছেন। পুজোর প্রস্তুতি জোরকদমে চলছে। পুজোর হারানো জৌলুসও নাকি ফিরে আসছে দু বছর পর।
তিহাড় থেকে ফিরে বোলপুরের নিচুপট্টীর বাড়িতে তিন রাত কাটিয়ে ফেলেছেন অনুব্রত। কিন্তু দুর্গাপুজোর সময়টা বাবা-মে গ্রামের বাড়িতেই কাটাতেন। ১০০ বছরেরও বেশি সময় ধরে মণ্ডলের বাড়িতে পুজো হচ্ছে ৷ রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রতাপ যত বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মণ্ডল বাড়ির পুজোর জাঁকজমক।