বরাবরই তিনি মা কালীর ভক্ত। প্রতিবছর কৌশিকী অমাবস্যার দিন বাড়িতেই ধুমধাম করে কালীপুজো হয়। কখনও তারাপীঠে, কখনও কঙ্কালিতলায় পুজো দিতে দেখা যেত তাঁকে। ২০২১ সালে বোলপুরের তৃণমূল কার্যালয়ে মা কালীকে ৫৭০ ভরি গয়না পরিয়ে পুজো করেছিলেন তিনি। কিন্তু এবার তা আর হয়নি। তবে মায়ের পুজো না দিয়ে কী থাকা যায়। ফলে জেলেই সামান্য নকুলদানা ভোগ সহযোগে মায়ের আরাধনা করলেন অনুব্রত মণ্ডল।
সূত্রের খবর, এ দিন সকালে উঠে স্নান করে পোশাক বদলে মায়ের পুজো করেছেন জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল। বীরভূমে থাকলে হয়ত কোনও মন্দিরে গিয়ে পুজো দিতেন। কিন্তু এমন কঠিন সময়ে যেটুকু উপাচার সম্ভব হল, সেটুকুতেই পুজো দিলেন তিনি। সংশোধনাগারের মধ্যে কালী মূর্তি কোথায় পাবেন! সংশোধনাগারের মধ্যে থাকা হনুমান মন্দিরের পাশে একটি টাইলসের ওপর মা কালীর ছবি রয়েছে। তাতেই পুজো দিলেন অনুব্রত মণ্ডল। পুজো করার জন্য তাঁকে ধূপ, নকুল দানা ও লালজবা দেওয়া হয়।
আরও পড়ুন- Anubrata Mondal: অনুব্রতর শৌচাগারে কমোড আছে, জানালেন জেল সুপার