গরুপাচার মামলায় ইডির সদর দফতরে হাজিরা দেবেন সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর, বুধবার দিল্লি যাচ্ছেন তিনি। এর আগে সিবিআইয়ের তলব এড়িয়েছেন। ইডির প্রথম তলবে দিল্লিতে হাজিরা দেননি অনুব্রত কন্যা। এবার প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দেবেন বলে সূত্রের খবর।
গরুপাচার মামলায় সুকন্যার পাশাপাশি অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি ও অনুব্রত ঘনিষ্ঠ চালকল মালিক ও তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্যকেও দিল্লি তলব করেছে ইডি। তাঁরাও ২ ও ৩ নভেম্বর দিল্লি যাবেন বলে খবর। ২ নভেম্বর সুকন্যা মণ্ডল দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এবার ইডির সদর দফতরে হাজিরা দেবেন সুকন্যা।
গত ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয় সুকন্যাকে। কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে ভিন রাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না। ইডিকে এমনই জানান সুকন্যা। সেদিনই মেল করে ২ নভেম্বর ফের দিল্লিতে তাঁকে তলব করে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যে ফিরে নিজের নথি গোছানো শুরু করেছেন সুকন্যা।