পঞ্চায়েত ভোট, এবং ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছেন রাজ্যের প্রায় ৫০ এর কাছাকাছি মানুষ। এখনও সেই হিংসা থামার নাম করছে না। পঞ্চায়েত ভোট নিয়ে এই হিংসা ও অশান্তির ঘটনার পর এবার সরব অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির তরফে এদিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন অপর্ণা সেন।
তিনি মাননীয়া মুখমন্ত্রীর প্রতি লিখছেন , 'আপনি অবগত আছেন যে ৮ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত গত ৩৭ দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এবং বহু মানুষ নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। '