বিজেপিতেই প্রত্যাবর্তন করছেন অর্জুন সিং । দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষণা করে দিলেন ব্যারাকপুরের সাংসদ । উল্লেখ্য, গত কয়েকদিন ধরে অর্জুনের দল বদলের জল্পনা চলছিল । তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকার পরই ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি । অর্জুনের দাবি, তিনি তৃণমূলে 'আনওয়ান্টেড' । এরপরই অর্জুনের অফিস থেকে সরানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । তারপর থেকেই বিজেপিতে ফেরার জল্পনা আরও জোরালো হয় । অবশেষে জল্পনার অবসান করে অর্জুন ঘোষণা করলেন, তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন । সেইসঙ্গে তাঁর বিস্ফোরক দাবি, তাঁর সঙ্গে আরও এক বড় তৃণমূল নেতা গেরুয়া শিবিরে যোগ দেবেন ।
অর্জুন সিং-এর আরও দাবি, ব্যারাকপুরেরও হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবেন । শুধু সময়ের অপেক্ষা । উল্লেখ্য, বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন প্রসঙ্গে বলেছিলেন, 'ও বিজেপিরই সাংসদ' । এই মন্তব্যের প্রসঙ্গে অর্জুন এদিন বলেন, "আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম। তা সত্ত্বেও আমাকে শুনতে হল আমি বিজেপির সাংসদ। তা হলেই বুঝুন দলটার কী অবস্থা!"