'আকাশের মতো ষড়যন্ত্র'। বুধবার স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে এমনটাই জানালেন এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ(Kuntal Ghosh on Tapas Mondal)। তাঁর বিরুদ্ধে যে বিরাট এক ষড়যন্ত্র চলছে, তাও এদিন স্পষ্ট করে কুন্তল। পাশাপাশি, তাঁর আরও দাবি, তিনি কোনও শান্তনুকে চেনেন না। এমনকি, তাঁর নিউটাউনের ফ্ল্যাটে টাকার কোনও লেনদেনও হয়নি।
বুধবার ধৃত তৃণমূল যুবনেতার(TMYC Leader Kuntal Ghosh) স্বাস্থ্যপরীক্ষা(Medical Checkup) করা হয়। সেখানে এইধরনের কথা বললেও কেন তা বলছেন, তার কারণ জানাননি কুন্তল ঘোষ। বুধবার কুন্তল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চিনতে অস্বীকার করলেও ইডি সূত্রে(Kuntal Ghosh in ED Custody) খবর, শান্তনুকে চিনতেন তৃণমূলের এই যুবনেতা। তবে স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে আরও বেশ কয়েক জনের নাম করেন কুন্তল। এই তৃণমূল যুবনেতার দাবি, গোপাল দলপতি, নীলাদ্রি ঘোষেরাও এই চক্রে জড়িত রয়েছে। এরা সবাই যে তাপস মণ্ডলের(ED on Tapas Mondal) লোক, তাও এদিন জানিয়েছেন কুন্তল।
আরও পড়ুন- Ghaziabad Rape Case: গাজিয়াবাদের কিশোরীকে ৭ মাস ধরে ধর্ষণ, অভিযুক্ত দুই ভাইয়ের যাবজ্জীবন দিল আদালত