বিজেপির কম্বল বিতরণ কাণ্ডে এবার নোটিশ পেলেন জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwari) স্ত্রী তথা আসানসোল পুরসভার কাউন্সিলর চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)। সোমবার এই বিজেপি নেত্রীকে নোটিশ পাঠায় আসানসোল উত্তর থানা(Asansol North Police Station)। তবে সেই সময় কেউ না থাকায় বাড়িতে নোটিশ ঝুলিয়ে আসা হয়। মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।
গত ১৪ ডিসেম্বর বিজেপি কাউন্সিলর(BJP Councilor) চৈতালি তিওয়ারির উদ্যোগেই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। রামকৃষ্ণডাঙার ওই অনুষ্ঠানে মানুষের হুড়োহুড়িতে আচমকাই দুর্ঘটনা ঘটে যায়। পদপিষ্ট(Asansol Stampede) হয়ে প্রাণ যায় একাধিক মানুষের। তারপরেই অনুষ্ঠানের অনুমতি নিয়ে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল(TMC on BJP)। তাঁদের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি।
আরও পড়ুন- Protest Rally Today: কলকাতায় চাকরি প্রার্থীদের মিছিল, বেশ কিছু এলাকায় যানজট
বৃহস্পতিবারই মৃত ও আহতেদর পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য(West Bengal Govt)। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা(Minister Chandranath Sinha) তাঁদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।